
মেঘলা নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার তেতৈয়া এলাকার খোয়াই নদী থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে নদীতে ভাসমান অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের বিয়টি হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি জানান, স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানার একদল পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এখনো লাশ পরিচয় পাওয়া যায়নি।