হবিগঞ্জের চুনারুঘাট ইউএনও’র মোবাইল ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ!

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২১ | আপডেট: ১২:৩৯:অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল নম্বর ক্লোন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একটি প্রতারক চক্র সেই নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছে চাঁদা চাইছে বলে ইউএনও জানিয়েছেন।

শুক্রবার (০১ অক্টোবর) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত একটি সতর্ক বার্তা প্রচার করেছেন। এ নিয়ে দ্বিতীয়বার তার নম্বরটি ক্লোন করা হয়েছে বলেও ইউএনও জানান।

সতর্কবার্তায় বলা হয়, কিছু প্রতারক সরকারি দাপ্তরিক নম্বরটি ক্লোন করে বিভিন্নজনের কাছে ইউএনওর নামে কল দিচ্ছে। এছাড়া অন্য আরও একটি নম্বর থেকে কল দিয়ে নিজেকে ইউএনও দাবি করা হচ্ছে। চক্রটি বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠানের কাছে টাকা চাইছে। তাই কারও কথায় প্ররোচিত হয়ে আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ইউএনও জানান, এ নিয়ে দ্বিতীয়বার সরকারি দাপ্তরিক নম্বরটি ক্লোন করা হল। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add