
মেঘলা নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা কার্যালয় চত্বরে ৩ জন প্রতিবন্ধীদের মাঝে ২ টি হুইলচেয়ার ও ১টি সাদাছড়ি বিতরণ করা হয়।
এসময় নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মইন প্রতিবন্ধীদের মাঝে এসব হুইলচেয়ার ও স্মার্ট সাদা ছড়ি তাদের হাতে তুলে দেন।
এতে উপস্থিত ছিলেন মাধবপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফারজানা বিনতে মাহমুদ, চেয়ারম্যান মো. বাবুল হোসেন খান, মো. ইকবাল হোসেন, সাংবাদিক মো. অলিদ মিয়া প্রমুখ।