হবিগঞ্জে অস্ত্র গুলিসহ দুই বনদস্যু গ্রেপ্তার

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১ | আপডেট: ৭:২০:অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে অস্ত্র ও গুলিসহ দুই বনদস্যুকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার ভোর রাতে র‌্যাব-৯ সিপিসি-১ এর একটি আভিযানিক দল উপজেলার রানীগাও ইউনিয়নের কালেঙ্গা গ্রামস্থ হুগলিছড়া টু রশিদপুর বিটগামী রাস্তা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, একটি দেশীয় তৈরী পাইপগান ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার অভিযানে নেতৃত্বদেন র‌্যাব-৯ সিপিসি-১ এর লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান।বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল- চুনারুঘাট উপজেলার ইসলামপুর গ্রামের মৃত নজির আলীর পুত্র বনদস্যূ হোসেন আলী (৫৫) ও একউ উপজেলার মধ্যরানীগাও গ্রামের মৃত আলী আহমদের পুত্র আলা উদ্দিন (৪০)।

র‌্যাব-৯ সিপিসি-১ এর লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, বনদস্যু হোসেন আলী নজির বাহীনির মূলহোতা। হোসেন আলী ও আলা উদ্দিন এলাকার চিহ্নিত বনদস্যু। তাদের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতিসহ দুই ডজনেরও অধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন যাবত রেমা কালেঙ্গা বনাঞ্চল থেকে গাছ কেটে পাচার করে আসছিল। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, একটি দেশীয় তৈরী পাইপগান ও দুইটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add