হবিগঞ্জে চুনারুঘাটে ৯ ঘন্টার মধ্যে একই পরিবারের মৃত্যু তিনজনের!

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১ | আপডেট: ১২:৩৮:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক:হবিগঞ্জের চুনারুঘাটে ৯ ঘন্টার মধ্যে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। কাল মঙ্গলবার উপজেলার উবাহাটা ইউনিয়নের শ্রীকুটা গ্রামের এ ঘটনাটি ঘটে।

শ্রীকুটা গ্রামের বাসিন্দা ও স্থানীয় সাংবাদিক রায়হান আহমেদ জানান, ওই গ্রামের বাসিন্দা সাজিদুর রহমান আরজু মিয়া (৭০) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার সকালে ঢাকার পপুলার হাসপাতালে ইন্তেকাল করেন।

সকাল ৭টার দিকে তার মৃত্যু সংবাদ শুনে তার চতুর্থ মেয়ে সুরাইয়া আক্তার (৪০) অসুস্থ হয়ে পরেন। পরিবারের লোকজন তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তিনি মারা যায়।

তিনি চুনারুঘাট পৌরসভার উত্তর বাজার এলাকার রিমন মিয়ার স্ত্রী।

এদিকে, সুরাইয়া আক্তারের মৃত্যুর পর অসুস্থ হয়ে পড়েন তার বড় মেয়ে মেয়ে সৈয়দা উলফাত সিদ্দিকা (১৩)। এক পর্যায়ে দুপুর ২টার দিকে তিনিও মারা যান।

একই দিনে পরিবারের তিন সদস্যকে হারিয়ে শোকস্তব্ধ পরিবার। সেই সাথে এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার সন্ধা ৭টার দিকে বাবা, মেয়ে ও নাতিন তিনজনের জানাজা অনুষ্ঠিত হয়। শ্রীকুটা জামে মসজিদ মাঠে জানাজায় হাজারো মুসল্লি অংশ নেন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add