হবিগঞ্জে জুয়ার টাকা ভাগবাটোয়ারা নিয়ে যুবক খুন

প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২১ | আপডেট: ২:৪৬:অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২১

হবিগঞ্জ সংবাদদাতা:: হবিগঞ্জ শহরতলীর দুর্লভপুর গ্রামে জুয়া খেলার টাকা ভাগবাটোয়ারা নিয়ে মো. সুরুজ আলী (৩৬) নামে এক যুবক খুন হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত সুরুজ আলী ওই গ্রামের মৃত ইছাক মিয়ার ছেলে। রাত ৩টার দিকে স্বজনরা সুরুজ আলীর মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসেন।

নিহত সুরুজ আলীর বোন সুফিয়া আক্তার জানান, সুরুজ আলী প্রতিদিন রাতেই জুয়া খেলত। মঙ্গলবার রাতেও জুয়া খেলতে দুর্লভপুর চৌমুহনীতে যায়। খেলার এক পর্যায়ে টাকার ভাগবাটোয়ারা নিয়েই অন্য জুয়াড়িদের সাথে সুরুজ আলীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সুরুজ আলীকে পিটিয়ে হত্যা করে।

হবিগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শরীফ আহমেদ জানান, মরদেহ হাসপাতালে রাখা হয়েছে। সকালে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরী শেষে মর্গে পাঠানো হবে। স্বজনদের অভিযোগ তাকে খুন করা হয়েছে। মরদেহের গায়েও আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্ত শেষে আসল কারণ জানা যাবে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add