হবিগঞ্জে টাকার হিসাব নিয়ে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০

প্রকাশিত: ৮:৫৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১ | আপডেট: ৮:৫৮:অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১

মেগলা নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে জলমহালের টাকার হিসাব নিয়ে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ইউনুছ আলী নামে এক যুবক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পুকড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন জানান, ওই গ্রামের মারত আলী ও মন্নর আলীর মধ্যে তাদের গ্রামের জলমহালের টাকার হিসাব নিয়ে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারত আলীর ছেলে ইউনুছ আলী নিহত হন।

এছাড়া গুরুতর আহত অবস্থায় মোস্তফা মিয়া, মিনারা বেগম, মাজেদ মিয়া, ইমন মিয়া, মারত আলীসহ অন্তত ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add