হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সৌদী প্রবাসী নিহত

প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১ | আপডেট: ৫:৪০:অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের লাখাইয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শামীম আহমেদ (৩৫) নামের এক সৌদী প্রবাসী নিহত হয়েছেন। বুধবার (৬ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ-লাখাই সড়কের বামৈ গ্রামের গ্রামীন টাওয়ার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ফুলবাড়িয়া গ্রামের সুপুম মিয়ার পুত্র সৌদী প্রবাসী শামীম আহমেদ (৩৫) মোটরসাইকেলযোগে হবিগঞ্জ-লাখাই সড়কের বামৈ গ্রামের পূর্বপাশের গ্রামীন টাওয়ার সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শামীম আহমেদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন এসআই সাদ্দাম হোসেন। ঘাতক ট্রাকটি থানায় আটক রয়েছে। এর চালক পলাতক।দুর্ঘটনায় প্রবাসী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লাখাই থানার ওসি (তদন্ত) মহি উদ্দিন সুমন ।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add