হবিগঞ্জে বিলে পাহাড়া দিতে গিয়ে নিহত ১

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২১ | আপডেট: ৫:৩৩:অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাইয়ে বিলে পাহাড়া দিতে গিয়ে বজ্রপাতে উছামেদ মিয়া (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত উছামেদ মিয়া মিরপুর গ্রামের মৃত ডেঙ্গু মিয়ার পুত্র। শুক্রবার দুপুরে উপজেলার মিরপুর গ্রামের পার্শ্ববর্তী একটি হাওরে এ বজ্রপাতের ঘটনা ঘটে।

লাখাই থানার (ওসি) সাইদুল ইসলাম জানান, উছামেদ মিয়া নামে ওই ব্যক্তি পেশায় একজন বিলের পাহাড়াদার। সে দীর্ঘদিন যাবত পাহাড়াদারের কাজ করে আসছে। এরই প্রেক্ষিতে বৈরি আবহাওয়ার মধ্যেও সে প্রতিদিনের ন্যায় বিলে পাহাড়া দিচ্ছিল।

এসময় বজ্রপাতের ঘটনা ঘটলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add