
মেঘলা নিউজ ডেস্ক: নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় স্থানীয় হোটেলের বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন। এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালের ডায়রিয়া বিভাগে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই হোটেলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেত্রকোনা সদর উপজেলার ভূমি সহকারী কমিশনার।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে ৪৫ জনের খাবার সরবরাহ করে নেত্রকোনা শহরের দত্ত মার্কেটের বিপরীতে অবস্থিত হাজী বিরিয়ানি নামের একটি হোটেল। অনুষ্ঠানে বেশিরভাগই সংবাদকর্মী উপস্থিত ছিলেন। দুপুরে তাদের খাবার সরবরাহ করা হয়। কেউ কেউ নিজে না খেয়ে বাসায় নিয়ে যান। পরে ওইদিন রাত থেকে অনেকের বমিসহ ডায়রিয়া শুরু হয়। তারা প্রাথমিক চিকিৎসা নেন।
এদের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক হলে তাদের রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ডায়রিয়া ইউনিটে জায়গা না থাকায় বৃহস্পতিবার সকাল থেকে অনেক রোগীকে মেঝে এবং বারান্দায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাজী বিরিয়ানির হোটেল মালিক জহিরুল ইসলাম দাবি করেন, তিনি চার বছর ধরে ব্যবসা করে আসছেন। তার হোটেলের খাবারের মান বেশ ভালো। অপেক্ষাকৃত দাম কম রাখায় মানুষ আসে।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. উচ্ছাস সরকার বলেন, ফুড পয়জনিংয়ের কারণে এমনটি হয়েছে। বিরিয়ানির চাল হয়তো সিদ্ধ হয়নি অথবা নষ্ট হয়ে যাওয়া খাবারটা নতুন খাবারের সঙ্গে মেশানো হয়েছে।