১৬ কেজি গাঁজাসহ দুই সহোদর বোন গ্রেফতার

প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১ | আপডেট: ১১:৩২:অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২১

মেগলা নিউজ ডেস্ক:  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ দুই সহোদর বোনকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।

গতকাল বুধবার (১৮ আগষ্ট)  মধ্যরাতে গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ওই দুই বোন হলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় বাগানবাড়ি উত্তরপাড়া এলাকার বাসিন্দা সালমা আক্তার (২৫) ও আসমা আক্তার (২০)।

আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে  জিএমপির সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জু মিয়া জানান, ওই দুই বোন বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গাঁজা বিক্রির জন্য গাজীপুর শহরের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। গোপনে এ খবর পেয়ে অভিযান চালানো হয়।

এ সময় তাদের হাতে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১৬ কেজি গাঁজা জব্দ ও তাদের গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা হয়েছে।

এসআই আরও জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য এনে গাজীপুরের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add