
যে রেকর্ড অলকের থেকে যাবে আজীবন ফ্রেড স্পফোর্থ থেকে কেশভ মহারাজ।১৮৭৯ থেকে ২০২১ সাল।ইতিহাসের তৃতীয় টেস্ট থেকে ২৪২৬তম টেস্ট।
‘ডেভিল’ বা ‘শয়তান’ নামে পরিচিত অস্ট্রেলিয়ান পেসার স্পফোর্থ টেস্ট ইতিহাসের প্রথম হ্যাটট্রিক করেছিলেন ১৮৭৯ সালে, ইতিহাসের তৃতীয় টেস্টে। ২৪২৬তম টেস্টে এসে এখন পর্যন্ত সর্বশেষ হ্যাটট্রিকটি করেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার মহারাজ। স্পফোর্থ থেকে মহারাজ—সব মিলিয়ে টেস্ট ক্রিকেট হ্যাটট্রিক দেখেছে ৪৬টি। এর দুটিতে মিশে আছে বাংলাদেশি বোলারের নাম।
বাংলাদেশের টেস্ট অভিষেকের তৃতীয় বছরেই হ্যাটট্রিক করেছিলেন অলক কাপালি।একজন অলক কাপালি, আরেকজন সোহাগ গাজী। তবে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিকটা করেছিলেন অলকই এবং সেটি আজকের এই দিনে। ২০০৩ সালের এই দিনে পেশোয়ার টেস্টের প্রথম ইনিংসে অলক প্রথমবার বোলিংয়ে এসেছিলেন ৭৮তম ওভারে। ৩ রান দিয়েছিলেন। সে স্পেলে ওই এক ওভারই করেছিলেন এ লেগস্পিনার।
এরপর আবারও বোলিংয়ে আসেন ১০৭তম ওভারে। মোহাম্মদ ইউসুফের সঙ্গে শাব্বির আহমেদের ৮ম উইকেট জুটিতে পাকিস্তানের ইনিংসে তখন পর্যন্ত উঠেছে ২৪ রান।
শাব্বির অলককে তুলে মারতে গিয়ে মিড–অফে ধরা পড়েন মাশরাফি বিন মুর্তজার হাতে। পরের বলে দানিশ কানেরিয়া অফস্টাম্পের বাইরের বলটা ছেড়ে দিয়ে এলবিডব্লু। ২ ওভার, ১ মেডেন, ২ উইকেট—ওই সময়ে অলকের বোলিং ফিগারটা দাঁড়াল এ রকম।
মোহাম্মদ রফিকের পরের ওভারের প্রথম বলেই ছয় মারলেন ইউসুফ, তাঁর হাতে তো তখন সময় নেই বেশি। তবে পরের ওভারের জন্য স্ট্রাইক রাখতে পারলেন না। অলক এসে করলেন ফ্লিপার। মিস করে গেলেন উমর গুল। অলক পেয়ে গেলেন হ্যাটট্রিক। শুধু টেস্ট নয়, আন্তর্জাতিক ক্রিকেটেই বাংলাদেশের প্রথম হ্যাটট্রিক সেটা।