
২০ আগস্ট ভারতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৌলভীবাজারের কুলাউড়ার এক যুবকের মৃত্যু হয়।
শনিবার (২১ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
সে উপজেলার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক সিতেশ চন্দ্র দাসের বড় ছেলে।
নিহতের ছোট ভাই শান্ত দাস জানান, আমরা তিন ভাই। দুই ভাই বাড়ীতে বসবাস করছি। দীর্ঘ ২০ বছর ধরে চাকুরির সুবাদে বড় ভাই সঞ্জিত দাস (৪৫) ভারতে নয়াদিল্লীতে বসবাস করেন। ২০ আগস্ট নয়াদিল্লী থেকে গোহাটি যাবার পথে সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোহাটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সঞ্জিত দাসের স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। বর্তমানে নয়াদিল্লীতে বসবাস করেন।
ছোট ভাই শান্ত দাস আরও জানান, জয়চন্ডী ইউনিয়নের বেগমানপুর গ্রামে আমাদের বাড়ী থাকলেও বর্তমানে শহরের মাগুরা আবাসিক এলাকায় বসবাস করছি। মা ও আমরা দুই ভাই বসবাস করছি। এ ঘটনায় তার গ্রামের বাড়ীতে পরিবারে শোকের মাতম চলছে। নিহতের মরদেহ ভারতে সৎকার করা হবে বলে ছোট ভাই শান্ত জানান।