২৮ লাখ ২০ হাজার টাকার ইয়াবাসহ কিশোরী আটক

প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১ | আপডেট: ১২:০৯:অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১

মেঘলা নিউজ ডেস্ক:: বান্দরবানে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলুগোলা মাঠের সামনে থেকে ৯ হাজার ৪০০ ইয়াবাসহ এক কিশোরীকে আটক করেছে পুলিশ। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক মূল্য ২৮ লাখ ২০ হাজার টাকা বলে পুলিশ জানায়।

আটক কিশোরী কক্সবাজার দক্ষিণ ডিককুল ঝিলংজা এলাকার আবদুল মতলবের মেয়ে রোজিনা আক্তার (১৭)। বুধবার (১৩ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের আলুগোলা মাঠের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, রোজিনা আক্তার কৌশলে মাদক কারবার করে আসছিলেন বলে অভিযোগ করেন স্থানীয়রা।

অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালানো হয়। তার সিন্ডিকেটে কারা জড়িত তার তদন্ত চলছে। মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি থানায় মাদক মামলার পর বৃহস্পতিবার সকালে রোজিনাকে বান্দরবান জেলা আদালতে পাঠানো হবে বলে জানান ওসি মুহাম্মদ আলমগীর হোসেন।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add