
নিজস্ব প্রতিবেদক: অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে সেপ্টেম্বর মাসে সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী। রোববার (৩ অক্টোবর) সিলেট জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন তাঁর হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন। এনিয়ে মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী চলতি বছরে তিনবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
উল্লেখ্য, এর পূর্বেও মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী গত ফেব্রুয়ারি মাসে জেলার ও রেঞ্জের শ্রেষ্ঠ এবং গত জুলাই মাসে জেলার শ্রেষ্ঠ ও রেঞ্জের ২য় শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করেন।
মাসিক কল্যাণ সভায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তারের জন্য এএসআই প্রনয় পালকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়। একই সঙ্গে জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পুরস্কার গ্রহণ করেন সুশংকর পাল।