৪ দিন ধরে সিলেটের কোম্পানীগঞ্জের তরুণী নিখোঁজ

প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২১ | আপডেট: ৪:৪২:অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২১
জেসমনি আক্তার

সিলেটের কোম্পানীগঞ্জের পাড়ুয়া মাঝপাড়ায় নিজ বাড়ি থেকে চারদিন থেকে এক তরুণী নিখোঁজ রয়েছেন।

এ ঘটনায় ২২ আগস্ট জেসমিনের বাবা কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

জেসমনি আক্তার (১৮) নামের ওই তরুণী শনিবার গভীর রাতের কোনো এক সময়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ। এ ঘটনায় জেসমিনের বাবা কোম্পানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

সাধারণ ডায়েরিতে আছকর উল্লেখ করেন, তার মেয়ে জেসমিন আক্তার ২১ আগস্ট (শনিবার) রাত ১২ টা পর্যন্ত ঘরেই ছিলো। ভোর ৬টায় ঘুম থেকে ওঠে তাকে আর ঘরে পাওয়া যায়নি। রাতের কোনো এক সময়ে সে নিখোঁজ হয়। এরপর প্রতিবেশী ও আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজ নিয়ে কোথাও জেসমিনের সন্ধান পাওয়া যায়নি।

 

জেসমিনের পরনে ছিলো সেলওয়ার-কামিজ। উচ্চতা আনুমানিক ৫ ফুট। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। মুখমন্ডল গোলাকার। কোনো সুহৃদয়বান ব্যক্তি জেসমিনের সন্ধান পেলে মোবাইল (০১৭২৬৪১০৩০২) নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল জানান, মেয়ের বাবা সাধারণ ডায়েরি করেছেন। এর প্রেক্ষিতে আমরা দেশের সকল থানায় বার্তা পাঠিয়েছি। মেয়েটিকে উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add