৭ সেপ্টেম্বর থেকে গণটিকার দ্বিতীয় ডোজ শুরু

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২১ | আপডেট: ২:৪৫:অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২১

মেগলা নিউজ ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামী ৭ সেপ্টেম্বর  থেকে সারাদেশে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে  বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।

বুধবার(২৫ আগস্ট) সকালে রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগার মিলনায়তনে করোনাভাইরাস মোকাবিলায় প্রবাসী বাংলাদেশিদের উপহার হিসেবে পাওয়া ভেন্টিলেটর বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

খুরশীদ আলম বলেন, সারাদেশে গণটিকা চলাকালে যে যেই কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেখানেই দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। শিগগিরই দেশে ৬০ লাখ ফাইজারের টিকা আসছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ঔষধাগারের মহাপরিচালক আবু হেনা মোরশেদসহ অন্যরা।

বিজ্ঞাপন
Add Custom Banar 2
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।

Medical add